শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে মানবপাচারের শিকার ২৪ রোহিঙ্গা উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম
টেকনাফে মানবপাচারের শিকার ২৪ রোহিঙ্গা উদ্ধার
expand
টেকনাফে মানবপাচারের শিকার ২৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। এরা সবাই উখিয়া- টেকনাফের আশ্রয় শিবিরের বাসিন্দা বলে র‍্যাব জানিয়েছেন।

সম্প্রতি সাগরপথে মানবপাচারকারীদের কার্যক্রম বেড়ে যাওয়ায় র‍্যাব মানবপাচারবিরোধী অভিযান আরও জোরদার করেছে।

গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) রাতে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) ও সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর দুটি দল অধিনায়কের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে যৌথ অভিযান পরিচালনা করেন।

দীর্ঘ তিন ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর র‍্যাব সদস্যরা মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা রোহিঙ্গাদের উদ্ধার করতে সক্ষম হয়। র‍্যাব জানায়, অভিযান টের পেয়ে মানবপাচারকারী দালাল চক্রের সদস্যরা কৌশলে পাহাড়ের গভীরে পালিয়ে যায়।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, ৩–৪ দিন আগে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি দালাল চক্র মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের উত্তর শীলখালীর পাহাড়ে নিয়ে আসে। পরে রোকসানা নামের এক নারীর ঘরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রাখেন।

জিজ্ঞাসাবাদে পাচারচক্রের পাঁচ সদস্যের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে। পাশাপাশি এই ঘটনায় সংশ্লিষ্ট পাচারকারীদের বিরুদ্ধে এবং আরও ৬–৭ জন অজ্ঞাতনামাকে আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। যারা নিরপরাধ মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারণা ও পাচারে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন