শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নগরকান্দায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০১:৪৫ পিএম
নগরকান্দায় খাবার বিতরণ করেছে উপজেলা যুবদল। ছবি: এনপিবি
expand
নগরকান্দায় খাবার বিতরণ করেছে উপজেলা যুবদল। ছবি: এনপিবি

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা যুবদল।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা সদর বাজার এলাকায় চলাচলরত প্রায় ৫ শতাধিক গরিব, অসহায় ও শ্রমজীবী ভ্যান ও রিকশা চালকদের হাতে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি তুলে দেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়বুর রহমান মাসুদ, উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হাসান রাজু, পৌর যুবদল নেতা আবু কায়েস মুন্সি, আজাদ মাতুব্বর, রমিজুল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের কল্যাণে নিবেদিত এক সামাজিক শক্তি। দেশের প্রান্তে প্রান্তে যারা কঠোর পরিশ্রম করে সমাজকে এগিয়ে নিচ্ছেন, তাদের পাশে দাঁড়ানোই যুবদলের অঙ্গীকার।

তারা আরও বলেন, বর্তমান অর্থনৈতিক সংকটের সময় সবচেয়ে বেশি কষ্টে আছে নিম্নআয়ের মানুষ। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ আমরা ভাগ করেছি তাদের সঙ্গে, যারা সারাদিন ঘাম ঝরিয়ে জীবিকা নির্বাহ করেন।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন