শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নান্দাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম
নান্দাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি। ছবি: এনপিবি
expand
নান্দাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি। ছবি: এনপিবি

ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে গতকাল বিকেল চারটায় নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে পুরাতন বাসস্ট্যান্ড শহীদ মিনার পর্যন্ত একটি বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৩টি ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম ভূঁইয়া বিপ্লব সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম (শামস্)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারা-নির্যাতিত বিএনপি নেতা ও সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, জেলা যুবদলের নেতারা মোঃ সাইফুল ইসলাম মুন্সী, মামুন জোয়ারদার, বেলায়েত হোসেন বকুল, নান্দাইল উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান, তুহিনুল ইসলাম, হাবিবুল্লাহ অলি, এনামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার শামস্ দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “আগামী নির্বাচনে দেশবিরোধী সকল অপশক্তিকে পরাজিত করে দেশনায়ক তারেক রহমানকে বিজয়ী করতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন