

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তান্ডবের বিচারের দাবিতে ও শহীদদের স্মরণে কুষ্টিয়ায় আলোচনা সভা করেছে জামায়াত ইসলামী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক সুজা উদ্দিন জোয়াদ্দারের সঞ্চালনায় এই আলোচনা সভায় কুষ্টিয়া সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা, শহর জামায়াত আমীর এনামুল হকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন বলেন,"আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে দুর্নীতি ও বৈষম্য থাকবে না, মানুষ তার স্বাধিকার ফিরে পাবে। ব্যভিচার বন্ধ করলেই শরীয়তের আইন হবে, ঘুষ বন্ধ করলেই শরীয়তের আইন হবে। শরীয়তের এই আইন এ দেশের সকল ধর্মের মানুষের কল্যাণ বয়ে আনবে।"
জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেন, এবার যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে যারা আসবে তারা আবার ২৮ অক্টোবর তৈরি করতে পারে। ২৮ অক্টোবর যেন বাংলাদেশে আর কেউ ফিরিয়ে আনতে না পারে। সেই ব্যাপারে দল মত নির্বিশেষে সর্বাত্মক চেষ্টা আমাদের করতে হবে। হাসিনাসহ যারা এ হত্যার সঙ্গে জড়িত তারা সবাই জাহান্নামি।
আলোচনা শেষে ২৮ অক্টোবর নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
মন্তব্য করুন