

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চণ্ডীপুর ও ব্রাহিমপুর গ্রামের ঋষি পাড়ায় অনুষ্ঠিত কাত্যায়নী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবু জয়ন্ত কুমার কুণ্ড।
এ সময় তিনি সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরেন।
জয়ন্ত কুমার কুণ্ড বলেন, বাংলাদেশ সকল ধর্ম-বর্ণের মানুষের দেশ। আমরা সবাই মিলেই শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সংসদে পাঠিয়ে দেশের উন্নয়নের সুযোগ করে দিতে হবে।
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ , উপজেলা বিএনপির সহ সভাপতি, ফিরোজ বিশ্বাস সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাবু জয়ন্ত কুমার কুণ্ডর আগমন ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠে ছিলেন ঋষি পাড়ার মানুষ।
মন্তব্য করুন