শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‎কুড়িগ্রামে সামাজিক ব্যাধি প্রতিরোধমূলক ক্যাম্পেইন

‎কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম
‎কুড়িগ্রামে সামাজিক ব্যাধি প্রতিরোধমূলক ক্যাম্পেইন
expand
‎কুড়িগ্রামে সামাজিক ব্যাধি প্রতিরোধমূলক ক্যাম্পেইন

‎তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন এবং গ্রাহক সেবা পক্ষ (১৯ অক্টোবর থেকে ২ নভেম্বর) পালন উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সামাজিক ব্যাধি প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আরডিআরএস বাংলাদেশ, সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের চন্ডিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

চন্ডিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলীর সভাপতিত্বে এবং সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী ইকবাল শাহাদতের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ নাগেশ্বরী’র আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান।

এছাড়াও সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিকাশ কুন্ডু, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী রিমু খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম তরুণদের মধ্যে সামাজিক ব্যাধির প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন