

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবিতে ফরিদপুরে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখা।
বুধবার রাতে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ইমাম উদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিল শেষে ইমাম উদ্দিন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২৪-এর আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, বাস্তবতায় তা আজ হতাশাজনক। যারা আমাদের ওপর গুলি চালিয়েছিল, তারাই আজ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’
আওয়ামী লীগের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না উল্লেখ করে বক্তারা বলেন, যারা আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে এতদিন রাজনীতি করেছে, তাদের আমরা শুধু এমপি নির্বাচন নয় রাজনীতিতেও দেখতে চাই না। ভালো আওয়ামী লীগ সেজে যারা রাজনীতি করতে চাইবে, তাদেরও প্রতিহত করা হবে।
সমাবেশ থেকে ফ্যাসিবাদের দোসরদের মনোনয়ন বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেওয়া হয়।
মন্তব্য করুন
