

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পৌর যুবদলের এক যুগ্ম আহ্বায়কসহ ৯ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে একটি কৃষি জমির পরিত্যক্ত স্থানে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারের পর বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাদের জামালপুর জেলা আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মাদারগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন খান (৪০), বালিজুড়ী এলাকার ইদ্রিস আলী ফকিরের ছেলে শুক্কুর আলী (৪৮), গাবেরগ্রাম এলাকার মৃত ঠান্ডু মন্ডলের ছেলে সোহেল মিয়া (৩৮), একই এলাকার মৃত ছবুর খানের ছেলে মজনু খান (৪৬), সুখনগরী এলাকার দুলাল মন্ডলের ছেলে সাইদুল মন্ডল (৩২), পশ্চিম সুখনগরী এলাকার বেলাল মন্ডলের ছেলে নুর মোহাম্মদ (২৪), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার মৃত আজগর আকন্দের ছেলে বিদ্যুৎ আকন্দ (৩৬), ইসলামপুর উপজেলার পলাবান্দা এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে সামিউল (৪৬) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার টেংরাকুড়া এলাকার আব্দুল হামিদের ছেলে হাফিজুর রহমান (৩৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকেই চর শুভগাছা এলাকায় নজরদারি শুরু করা হয়। পরে বিকেলে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে আটক করা হয়। এ সময় আরও ১০ থেকে ১২ জন কৌশলে পালিয়ে যায়।
অভিযানকালে জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৭১ হাজার ৫০০ টাকা, সাত প্যাকেট তাস, একটি ত্রিপল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, “জুয়া একটি সামাজিক ব্যাধি। এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন
