বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ফের অসুস্থ শতাধিক পোশাক শ্রমিক

টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
ফের অসুস্থ শতাধিক পোশাক শ্রমিক
expand
ফের অসুস্থ শতাধিক পোশাক শ্রমিক

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার সকালে টঙ্গী বিসিক এলাকায় প্রতিষ্ঠিত এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড এবং ব্রাভো অ্যাপারেলস লিমিটেডে এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল এবং গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো সকালে কাজ শুরু করার পর হঠাৎ কারখানার পঞ্চম তলায় দুর্গন্ধ পাওয়া যায়। এসময় কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে খবরটি ছড়িয়ে পড়ে। পরে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন ফ্লোরে আরও অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

এদিকে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের শ্রমিকরা জানান, দুই দিন আগে দুপুরের পর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গতকালও কয়েকটি ফ্লোর বন্ধ ছিল। আজ সকালে কাজ শুরু করার পর আবারও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শ্রমিকদের প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে স্থান সংকুলান না হওয়ায় অনেককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ পার্শ্ববর্তী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৩৮ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২ জনকে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ সুলতানা বলেন, “হাসপাতালে আসা বেশিরভাগ শ্রমিক প্যানিক অ্যাটাকজনিত সমস্যায় ভুগছেন। এছাড়া কিছু শ্রমিক শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় আক্রান্ত হয়েছেন। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।” এ বিষয়ে শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। কেন এমন ঘটনা ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

যোগাযোগ করার চেষ্টা করলেও উভয় কারখানার কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X