বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মতবিনিময়

শিবচর(মাদারীপুর) প্রতিনিধি​
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
মাদারীপুরের শিবচরে জোরদার প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন।
expand
মাদারীপুরের শিবচরে জোরদার প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে মাদারীপুরের শিবচরে জোরদার প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় ভোটগ্রহণের মূল কারিগর সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিবচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় নির্বাচনের মাঠ পর্যায়ের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​সভায় বিশেষ অতিথির বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নির্বাচনের দিন নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তব্য রাখেন মাদারীপুর পুলিশ সুপার এহতেশামুল হক, র‍্যাব-৮ এর কমান্ডার মোঃ তারিক, বাংলাদেশ সেনাবাহিনীর শিবচর উপজেলা ক্যাম্পের কমান্ডার মেজর সিয়াম এবং মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী।

​বক্তারা ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে প্রিজাইডিং কর্মকর্তাদের শতভাগ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। কোনো ধরনের চাপের মুখে নতিস্বীকার না করে আইন অনুযায়ী সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"

​সভায় ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা,ভোটকেন্দ্রের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোট গণনা পরবর্তী প্রক্রিয়াগুলো ত্রুটিমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

​এ সময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান, সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশফাকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X