বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

হিমালয়ান গৃধিনী শকুন পাটগ্রামে উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
হিমালয়ান গৃধিনী শকুন
expand
হিমালয়ান গৃধিনী শকুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিরল প্রজাতির তিনটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছে বনবিভাগ। উদ্ধারকৃত শকুনগুলো রংপুর বিভাগীয় বন কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে দিনাজপুর বনবিভাগের শকুন নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছে উপজেলা বন বিভাগ।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম।

তিনি জানান, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার একটি ভুট্টা খেত থেকে প্রথম একটি শকুন উদ্ধার করা হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) সকালে একই এলাকা থেকে আরও একটি শকুন পাওয়া যায়। একই দিন পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী এলাকার একটি ভুট্টা খেতে পড়ে থাকা অবস্থায় তৃতীয় ও অপেক্ষাকৃত বড় আকৃতির আরেকটি শকুন দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তিনটি শকুন উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেন। পরে সেগুলো পাটগ্রাম উপজেলা বনবিভাগের কার্যালয়ে নিরাপদে রাখা হয়।

পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম জানান, ভুট্টা খেতে পড়ে থাকা বড় শকুনটি উড়তে পারছিল না। পরে স্থানীয়দের সহায়তায় সেটিকে ধরে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

পাটগ্রাম উপজেলা বন কর্মকর্তা রেজাউল করিম বলেন,শীতের তীব্রতার কারণে হিমালয়ের পাদদেশ থেকে আসা এসব শকুন অসুস্থ হয়ে বিভিন্ন এলাকায় পড়ে থাকতে পারে। এমন অবস্থায় তিনটি শকুন উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় অনুমতি নিয়ে এগুলো দিনাজপুরের শকুন নিবিড় পরিচর্যা কেন্দ্রে পাঠানো হবে। সেখানে চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হলে শকুনগুলো আবার প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X