

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


একটি প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. জসিম উদ্দীনের বিরুদ্ধে।
এ ঘটনায় চট্টগ্রাম-১৫ আসনে (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহাজাহান চৌধুরীকে শোকজ করা হয়েছে। জসিম উদ্দিন শাহজাহান চৌধুরীর পক্ষে ভোট চান।
প্রীতিভোজ অনুষ্ঠানে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বিষয়টি নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ হিসেবে দেন।
বুধবার (১৪ জানুয়ারি) আসনটির দায়িত্বপ্রাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ (যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম) নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ শোকজ করেন।
আগামী ১৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-১৫ আসনের ইলেক্ট্রোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে জামায়াতের প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হয়েছে।
শোকজ নোটিশ সূত্রে জানা যায়, সম্প্রতি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. জসিম উদ্দীন দাঁড়িপাল্লা প্রতীকে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
নোটিশে বলা হয়- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই এ ধরনের নির্বাচনি বক্তব্য দেওয়া ও নির্দিষ্ট প্রতীকে ভোট প্রার্থনা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধি পরিপন্থি এবং নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
অভিযোগের বিষয়ে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন বলেন, দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি সেটা সত্য। তবে এটা যে আচরণবিধি লঙ্ঘন, সেটা আমাদের আগে জানা ছিল না। ভবিষ্যতে সতর্ক থাকব। শোকজ নোটিশ সম্পর্কে আমরা জেনে নিয়েছি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে যথাযথ জবাব দেব।
মন্তব্য করুন

