

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৮ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ জানুয়ারি) কক্সবাজারের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম শুনানি শেষে এ আদেশ প্রদান করেন।আদালত সূত্রে জানা যায়, মামলার এজাহারভুক্ত ৮ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে সরাসরি জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এজাহারভুক্ত আসামিরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী গ্রামের বাসিন্দা আবদুর রহিম, তোফাইল আহমদ, জুহুর আহমদ চৌধুরী, শরিফুল হক সাগর, জহির আহমদ, নুরুল বশর, মোহাম্মদ রিদোয়ান ও শরিফুল হক নাহিদ। আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত থেকে প্রকাশ্যে চলাফেরা করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গত বছরের ৮ জুলাই উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকায় ইউপি সদস্য কামাল হোসেনের লাশ তাঁর বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ। এর আগেরদিন রাতে ওষুধ কিনতে ফার্মেসিতে যাওয়ার পর রাত আনুমানিক ১১টার দিকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকাল ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬ জনকে আসামি করা হয়।
এছাড়া নিহত কামাল হোসেনের পরিবারের আরও দুই সদস্য অতীতে হত্যাকাণ্ডের শিকার হওয়ায় বিষয়টি এলাকায় আরও আলোচনার জন্ম দেয়।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।উল্লেখ্য, নিহত কামাল হোসেন জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তাঁর বাবা ছিদ্দিক আহমদও একই ওয়ার্ড থেকে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন।
মন্তব্য করুন
