বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে ১৩'শ টাকার সিলিন্ডার ২ হাজার টাকা, প্রতিবাদে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
মানববন্ধন
expand
মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকার নির্ধারিত ১৩০৬ টাকা মূল্যের এলপিজি গ্যাস সিলিন্ডার ২ হাজার টাকা বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার তাড়াবো পৌরসভার মইকুলি এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর ব্যবসায়ীরা মিলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে দীর্ঘ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আজগর আলী ভূঁইয়া, আরিফ ভূঁইয়া ও আজাহার ভুইয়াসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, রূপগঞ্জের এলপিজি গ্যাসের ডিলার সালমান এন্টার প্রাইজ ও রফিক এন্টারপ্রাইজ। এই দুটি প্রতিষ্ঠান কোম্পানিগুলো থেকে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস কিনে ১৮'শ থেকে ২ হাজার টাকা মূল্যর ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। আমাদের সাধারন মানুষের জন্য কেন অত্যন্ত কষ্টসাধ্য। আমরা প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হউক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X