

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে। রোহিঙ্গাদের একাধিক সংগঠনের ৫০ জন, স্থানীয় বাঙালি ১জন ও ২জন মাছ শিকারী রোহিঙ্গা।
রোববার (১১ জানুয়ারি) ভোরে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ শিশুর নাম আফনান (১২), স্থানীয়ভাবে ‘পুতুনি’ নামে পরিচিত। সে ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শিশুটি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫২ জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পরিচয় যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবরে ক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার–টেকনাফ মহাসড়কের লম্বাবিল ও টেচ্ছাবিজ্র এলাকায় সড়ক অবরোধ করলে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।সীমান্তের ওপারে রাতভর গোলাগুলির শব্দে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতায় অনেক সীমান্তবাসী নিরাপদ স্থানে সরে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন
