

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) সংসদীয় আসনে প্রার্থী তালিকা নিয়ে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে। নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তিনি আনুষ্ঠানিকভাবে আবারও নির্বাচনী মাঠে ফিরলেন।
জহুরুল ইসলাম চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য। তার মনোনয়নপত্র আগে বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ও একজন প্রবাসী ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে ১১ জানুয়ারি বেলা ১১টায় নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে। প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জহুরুল ইসলাম।
অন্যদিকে, জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের প্রার্থিতা আপাতত স্থগিত রাখা হয়েছে। তার বিরুদ্ধে আগে ক্রেডিট কার্ড ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল করা হয়। যদিও তিনি দাবি করেছেন, পহেলা জানুয়ারিতেই সেই ঋণ পরিশোধ করা হয়েছে।
তবে শুনানির দিন নতুন জটিলতা তৈরি হয়। বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা ডা. মোসলেহ উদ্দীন ফরিদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলে আপিল করেন। এ কারণে নির্বাচন কমিশন তার কাছ থেকে দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগের প্রমাণপত্র চেয়ে আগামী ১৬ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছে। ততদিন পর্যন্ত তার প্রার্থিতা স্থগিত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।
এদিকে, বিএনপির প্রার্থী সাবিরা সুলতানার মনোনয়নপত্র পহেলা জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করলেও তার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে একটি আপিল করা হয়েছে। ওই আপিলের শুনানি আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে যশোর-২ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে শেষ পর্যন্ত আরও পরিবর্তনের সম্ভাবনা থাকছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
মন্তব্য করুন
