

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশুটি মারা যায়নি। তাকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
পরে অবস্থা গুরুতট হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
এদিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। দীর্ঘ তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনার খবর পেয়ে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জেলা জামায়াত আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী পরিদর্শনে আসেন।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
আফনান নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত দুই-তিন দিন ধরে ওপারে রাখাইনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।
মন্তব্য করুন
