সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম
টেকনাফে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
expand
টেকনাফে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। এ

ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম আপনা আকতার।

সে ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে এবং হোয়াইক্যং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত চার দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি ও বোমা বিস্ফোরণ চলছে।

রোববার সকালে সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশ ভূখণ্ডে এসে বাড়ির উঠানে খেলা করা আপনা আকতারের মাথায় লাগে। এতে সে গুরুতর আহত হয়।গুলিবিদ্ধ শিশুকে দ্রুত উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে স্থানীয়রা টেকনাফ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদার ও বেসামরিক মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাফিজ নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

এদিকে সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X