বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি জমির টপসয়েল বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
টপসয়েল কাটায় জরিমানা আদায়
expand
টপসয়েল কাটায় জরিমানা আদায়

ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে নিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগে কাজী বজলু রহমান নামের এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত ব্যক্তি সদরপুর উপজেলার সদর ইউনিয়নের আটরশি গ্রামের কাজী আব্দুল হাকিমের পুত্র কাজী বজলু রহমান।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে অভিযান পরিচালনা করে আজ সোমবার বিকেলে জরিমানা আদায় করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি খেয়াল-খুশিমতো অবৈধভাবে কৃষি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার, পরিবেশের ভারসাম্য নষ্ট ও পাশ্ববর্তী ফসলি জমির উর্বরতা নষ্ট করে ক্ষতি করার অপরাধে ভাঙ্গা উপজেলাসহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম সরেজমিনে সত্যতা পেয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেন এ সময় মাটি কাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধের পুনরাবৃত্তি করবে না মর্মে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদরুল আলম সিয়াম বলেন, কৃষি জমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X