বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে জিম্মি দুই পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার, আটক ৬ 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩৯ পিএম
আটককৃত আসামি
expand
আটককৃত আসামি

সুন্দরবনে বনদস্যুদের হাতে জিম্মি থাকা দুই পর্যটক ও একটি রিসোর্টের মালিককে উদ্ধার করেছে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের যৌথ বাহিনী। এ ঘটনায় মুক্তিপণের অর্থ লেনদেনের সঙ্গে জড়িতসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন জানায়, গত শুক্রবার বিকেল ৩টার দিকে সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কাঠের বোটে ভ্রমণকালে পাঁচ পর্যটক, এক মাঝি ও রিসোর্ট মালিকসহ সাতজনকে বনদস্যু মাসুম মৃধার নেতৃত্বাধীন একটি দল জিম্মি করে। পরে বনদস্যুরা তিনজন পর্যটক ও মাঝিকে ছেড়ে দিলেও দুই পর্যটক ও গোলকানন রিসোর্টের মালিককে মুক্তিপণের দাবিতে জিম্মি করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনার পর কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করা হয়। অভিযানের একপর্যায়ে বনদস্যু মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪) ও মেহেদী হাসানকে (১৯) গোলকানন রিসোর্ট সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। পরে সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা থেকে আলম মাতব্বরকে (৩৮) আটক করা হয়।

এদিকে খুলনার রূপসা থানাধীন পালেরহাট এলাকায় বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনের সময় বনদস্যু মাসুমের মা জয়নবী বিবি (৫৫) ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুন্ডুকে (৩০) নগদ ৮১ হাজার ৪০০ টাকাসহ আটক করা হয়।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে ড্রোন সার্ভিলেন্সের মাধ্যমে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে জিম্মি থাকা দুই পর্যটক ও রিসোর্ট মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত সবাই সুস্থ আছেন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X