বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম
শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগ
expand
শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতার বাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন কয়েরদাঁড়া বিলপাড়া এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতার বাড়ির চারপাশে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সোমবার (৫ জানুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটে অগ্নিসংযোগের শিকার বাড়িটি ১৬ নম্বর ওয়ার্ড সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেতা মোঃ জহিরুল ইসলাম জুয়েল (৩৫)-এর।

তিনি আকবর আলীর ছেলে এবং কয়েরদাঁড়া বিলপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের সময় মুসল্লিরা বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখে দ্রুত এগিয়ে এসে তা নিভিয়ে ফেলেন। পরে ঘটনাস্থল থেকে পলিথিন ব্যাগে ভরা পেট্রোল পাওয়া যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, এর পেছনে সাম্প্রতিক একটি আর্থিক ও রাজনৈতিক বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, মোঃ মানিক (৩৫) নামে একজন ব্যক্তি যিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের বোয়ালিয়া থানা শাখার সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। অতিরিক্ত লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা গ্রহণ করেন।

অভিযোগ রয়েছে, শুরুতে কিছু লোককে লাভের টাকা পরিশোধ করলেও গত অক্টোবর ২০২৫ থেকে তিনি হঠাৎ আত্মগোপনে চলে যান। পাওনাদাররা তাকে না পেয়ে তার রাজনৈতিক সংগঠন ও স্থানীয় নেতাকর্মীদের কাছে একাধিক অভিযোগ দেন।

পরবর্তীতে ৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মানিক নিজ এলাকায় ফিরে এলে স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি টাকা গ্রহণের বিষয়টি স্বীকার করেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে বোয়ালিয়া মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয়দের ধারণা, এই ঘটনার জের ধরেই ক্ষুব্ধ হয়ে মানিকের আত্মীয়স্বজন বা ঘনিষ্ঠ কেউ প্রতিশোধমূলকভাবে জহিরুল ইসলাম জুয়েলের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়ে থাকতে পারে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X