

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় আওয়ামী লীগের বিনা ভোটের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম থানার মোড়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা তারেক রহমানকে নিয়ে কটূক্তির ঘটনাকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও গণতন্ত্রবিরোধী আখ্যা দেন।
সমাবেশে বক্তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিনা ভোটের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি, শহিদুল্লাহ সোহেলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
