বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. ইসমাইল নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী মো. ইমরুল গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) রাত প্রায় ১০টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার মধ্যে চলাচলের সময় পেছন দিক থেকে একটি অজ্ঞাত যানবাহন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

আহত মো. ইমরুলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত যানবাহনের ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X