বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ছোট ভাইদের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু 

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রমজান আলী (৩৬) ওই গ্রামের মুসা মিয়ার ছেলে। তিনি চার কন্যাসন্তানের জনক। নিহতের ছোট মেয়ের বয়স মাত্র এক বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার থেকে একাধিকবার তাকে মাদক পরিহারের জন্য বাধা দেওয়া হলেও তিনি তা মানেননি। রোববার রাতে এ বিষয়টি নিয়ে রমজান আলীর সঙ্গে তার ছোট দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়ালে ছোট ভাইয়ের আঘাতে গুরুতর আহত হন রমজান আলী। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন, “আমার স্বামী চার মেয়ের বাবা। তার ছোট মেয়েটার বয়স মাত্র এক বছর। আমি আমার দেবরদের বিরুদ্ধে সঠিক বিচার চাই।”

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তার ভাইদের আঘাতে তিনি নিহত হয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X