বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে তরুণীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
নাটোরে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
expand
নাটোরে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিল এলাকায় একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরের দিকে নাটোর পৌরসভার বড়ভিটা বিল এলাকার পুকুরপাড়ে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করে মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও তরুণীর পরিচয় জানতে তদন্ত কার্যক্রম চলমান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X