

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল জেলার সংসদীয় আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন।
শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা ও আয়কর রিটার্ন বিশ্লেষণে করে বিপুল সম্পদের হিসাব পাওয়া যায়।
হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের আনুমানিক মূল্য ৯ কোটি ৬৫ লাখ টাকার বেশি। অন্যদিকে তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।
অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নামে ব্যাংক হিসাবে জমা রয়েছে ১ কোটি ২৮ লাখ ৭ হাজার ৪৬৫ টাকা।
তার স্ত্রীর ব্যাংক জমা রয়েছে ৫ লাখ ৪৪ হাজার ১৩ টাকা। হলফনামা অনুযায়ী নগদ অর্থ হিসেবে তিনি দেখিয়েছেন ৩৩ হাজার ৭১৯ টাকা, আর তার স্ত্রীর কাছে নগদ রয়েছে ৯ লাখ ২৬ হাজার ৪৪৩ টাকা।
আয়ের উৎস সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত হিসেবে জমা রয়েছে ৪২ লাখ ৭৯ হাজার ৭১১ টাকা। স্ত্রীর নামেও ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়পত্র ও আমানত রয়েছে ১২ লাখ টাকার বেশি।
হলফনামা অনুযায়ী, ঢাকার ইস্টার্ন প্লাজায় তার মালিকানাধীন ১ হাজার ১৭৫ বর্গফুট আয়তনের একটি ভবন। সাভারে রয়েছে ২৭ শতাংশ জমি। পারিবারিক সূত্রে প্রাপ্ত কৃষিজমির পরিমাণ ৩ একরের বেশি। মুলাদী উপজেলায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ৪৯ শতাংশ জমির ওপর বসতভিটা রয়েছে।
বরিশালের শহর এলাকায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ২ দশমিক ৮১ শতাংশ জমি ও ভবনের মালিক তিনি। যৌথ মালিকানাধীন ১৩ হাজার ৫০০ বর্গফুট আয়তনের একটি সম্পত্তির অর্ধেক অংশের মালিকানা রয়েছে তার নামে, যার বাজারমূল্য ৩৬ লাখ ৪৫ হাজার টাকার বেশি বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন কৃষি খাত থেকে বছরে তার আয় ৮০ হাজার টাকা। বাড়ি ভাড়া থেকে বার্ষিক আয় ২৭ লাখ ৫৬ হাজার ৯৬৪ টাকা। পেশাগতভাবে চাকরি ও আইনজীবী হিসেবে চেম্বার থেকে সম্মানী বাবদ তার আয় ৩৫ লাখ ৯৬ হাজার টাকা।
হলফনামা অনুযায়ী বার্ষিক আয়ের পরিমাণ ৭০ লাখ ৫৬ হাজার ৬১৭ টাকা। অ্যাডভোকেট জয়নুল আবেদীনের মোট সম্পদের আনুমানিক মূল্য ৯ কোটি ৬৫ লাখ টাকা এবং তার স্ত্রীর নামে থাকা সম্পদের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা দেখানো হয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষণার পর অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমি আশাবাদী বিএনপির পক্ষে এ অঞ্চলের মানুষ বরাবরের মতো ভরসা রাখবে। তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী হলফনামায় নিজের ও নির্ভরশীলদের আয়, সম্পদ, দায় ও মামলার তথ্য সঠিকভাবে প্রকাশ করা বাধ্যতামূলক।
মন্তব্য করুন
