

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস (২৭) নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় আরও দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (৪ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা-হলেন নিবির ইসলাম অনিক (২০) এবং মো. এরশাদ (২৭)। তিনি নেত্রকোণার মোহনগঞ্জের নেহারা জয়পুর গ্রামের সাইদুর রহমানের ছেলে ও নিবির ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের কালিমুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় এরশাদকে এবং মঙ্গলবার নিবির ইসলাম অনিককে গ্রেফতার করা হয়। অনিককে ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবার এবং এরশাদকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছিল।
গত ২০২৫ সালে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়।
এরপর কারখানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় তার ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতনামা করে ১৪০-১৫০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা করেন।
মামলায় ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত দীপু চন্দ্র দাস। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান জানান, দীপু চন্দ্র দাস হত্যার মামলায় নিবির ইসলাম অনিক ও এরশাদকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে এ মামলায় আরও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।
মন্তব্য করুন
