

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ লাখ ৭৩ হাজার ২৫০ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যসহ একজনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার আনুমানিক দুপুর ১টা ২০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৮/৩-এস হতে আনুমানিক ৮১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলের ঘোনা নামক স্থান হতে বিওপির চৌকষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুড়িয়া গ্রামের মোঃ হাবিল উদ্দিন (৩৮)কে ভারতীয় চাদনী পাতার ৪ হাজার ২৮০ প্যাকেট বিড়ি এবং একটি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বিওপির টহল দল কর্তক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৯ কেজি গাঁজা ও চরচিলমারী বিওপির টহল দল কর্তক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় পাতার ২ হাজার ৯৭০ প্যাকেট বিড়ি এবং কাজীপুর বিওপির টহল দল কর্তক বিশেষ অভিযান পরিচালনা করে পিয়াজের ফুল ২৩০ কেজি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ১৭ হাজার ৮৫০ টাকা।
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট মূল্য ৫ লাখ ৭৩ হাজার ২৫০ টাকা।
এদিকে আসামীসহ আটককৃত চোরাচালানী পণ্য ও মোটরসাইকেল দৌলতপুর থানায় মামলা দায়ের এবং হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা এবং অবৈধ নকল বিড়ি কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন
