সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালী-৫ আসনে ভোটের লড়াইয়ে ‘মানবিক পুলিশ’ শওকত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ এএম
শওকত হোসেন
expand
শওকত হোসেন

নোয়াখালীর রাজনীতিতে এবার নতুন চমক হিসেবে হাজির হয়েছেন মানবিক কাজের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পাওয়া সাবেক পুলিশ সদস্য শওকত হোসেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট–কোম্পানীগঞ্জ) আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের সন্তান শওকত হোসেন দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তবে অসহায় মানুষের সেবায় পূর্ণ সময় দেওয়ার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানবিক পুলিশ’ হিসেবে পরিচিত শওকত ইতোমধ্যে চট্টগ্রামের অক্সিজেনে একটি ‘১২০ শয্যার বেওয়ারিশ সদর হাসপাতাল’ প্রতিষ্ঠা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

নির্বাচনে আসা প্রসঙ্গে শওকত হোসেন বলেন, “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং মানবিক দায়িত্ব পালনের একটি মাধ্যম। দেশে একটি ‘বেওয়ারিশ মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য। অসহায় মানুষের চিকিৎসার নিশ্চয়তা দিতেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।”

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালী-৫ আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। শওকত হোসেন ‘জনতার দল’ থেকে প্রার্থী হয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন।

এই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন- বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় পার্টির খাজা তানভীর আহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী হাসনা জসিম উদ্দিন মওদুদ (প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X