সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ভুয়া সিআইডি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
কাওসার হোসেন তমাল (২৫)
expand
কাওসার হোসেন তমাল (২৫)

রাজশাহী মহানগরীতে সিআইডি পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেষ্টাকালে এক যুবককে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেফতার ভুয়া পুলিশের নাম কাওসার হোসেন তমাল (২৫)।

সে রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দারুশা গ্রামের কামরুজ্জামানের ছেলে। শনিবার আরএমপির এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগে জানা গেছে, নওগাঁ জেলার মহাদেবপুর থানার ভবানীনগর গ্রামের বাসিন্দা নাসরিন জাহানের (২৫) সঙ্গে গত ১ জানুয়ারি ফেসবুকে পরিচয় ঘটে তমালের। তারা সামনা-সামনি সাক্ষাতের সিদ্ধান্ত নেন।

গত শুক্রবার রাত পৌনে ৮টায় নগরীর চিড়িয়াখানা গেটের সামনে নাসরিন জাহানের সঙ্গে ভুয়া সিআইডি কর্মকর্তা তমালের সাক্ষাৎ ঘটে।

এ সময় নাসরিন জাহানের সঙ্গে তার খালাতো বোন মাহমুদা খাতুনও উপস্থিত ছিলেন। পরে একটি অটোতে তারা বুলনপুর ঢালুর মোড়ের একটি চায়ের দোকানে বসে গল্প শুরু করেন। কথা বলার সময় তমাল বারবার নিজেকে বিসিএস ক্যাডার সিআইডি পুলিশ কর্মকর্তা বলে পরিচয় দেন।

এদিকে চায়ের দোকানে বসা লোকজনের সন্দেহ হলে তমালকে তারা জেরা করা শুরু করেন। তিনি আবারও নিজেকে ৪৯তম বিসিএস পুলিশ ক্যাডার বলে দাবি করেন। সিআইডিতে আছেন বলে জানান। সন্দেহ হলে লোকজন রাজপাড়া থানায় খবর দেন। থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তমালকে তুলে নিয়ে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তমাল স্বীকার করেন মেয়েটিকে প্রতারণা করতে তিনি সিআইডি পুলিশ ও বিসিএস ক্যাডার পরিচয় দিয়েছিলেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X