

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিখোঁজের প্রায় ৪৩ ঘণ্টা পর এক স্কুলছাত্রীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম আয়েশা মনি (১১)। সে সালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
রবিবার (৪ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝ নেতা গ্রামে আয়েশা মনির নিজ বাড়ির রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আয়েশা ওই গ্রামের বাবুল প্যাদার মেয়ে। তার মা দীর্ঘ ১০ বছর ধরে প্রবাসে রয়েছেন। গত ২ জানুয়ারি আয়েশা নিখোঁজ হয়। পরদিন ৩ জানুয়ারি তার বাবা রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পর থেকে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আজ দুপুরে পুলিশের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে রান্নাঘরের পাশে বস্তাবন্দী অবস্থায় মরদেহ দেখতে পায় নিহত আয়েশার মামা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে আয়েশাকে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় নিহত শিশুটির পরিবারে শোকের মাতম চলছে। শোকে অসুস্থ থাকায় আয়েশার বাবার কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রতিবেশীরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। জিডির পর পুলিশ একটি টিম নিয়ে তদন্ত শুরু করে। আজ আমি নিজেও একটি টিম নিয়ে ঘটনাস্থলে যাই। যেহেতু মেয়েটি শিশু, তাই কোথাও নিজে থেকে চলে যাওয়ার সম্ভাবনা কম। এই বিষয়টি মাথায় রেখে বাড়ির আশপাশে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে রান্নাঘরের পাশে একটি বস্তা দেখতে পেয়ে মেয়ের মামা চিৎকার দেন। পরে বস্তা খুলে মরদেহ পাওয়া যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে আয়েশাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
মন্তব্য করুন
