সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যারা এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাদের সঙ্গে আলোচনা চলছে: আখতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি থেকে যারা পদত্যাগ করেছেন, তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আখতার বলেন, যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয়টি আমাদের আহত করেছে। তারা পদত্যাগপত্র দিয়েছেন। কিন্তু আমরা তা এখনো অফিশিয়ালি গ্রহণ করিনি। তাদের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, আসন বিন্যাসের বিষয়ে আমাদের মধ্যে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আহ্বায়ক আগেই জানিয়েছেন এটি আদর্শিক জোট নয়, নির্বাচনী সমঝোতা৷

এ সময় জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়াকে এজেন্সির খেলা হিসেবে আখ্যায়িত করেছেন আখতার হোসেন। তিনি বলেন, আইনের ফাঁক-ফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে। আখতার হোসেন অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে ইসি পক্ষপাতিত্ব করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X