

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল এবং ৪টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এঘটনায় জড়িত চোরাচালানকারী পলাতক রয়েছেন।
শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গতকাল বৃহস্পতিবার(০১ জানুয়ারি) আনুমানিক বিকেল ৩টা ৪৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৭/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচারের সংবাদের ভিত্তিতে চরচিলমারি বিওপির একটি চৌকস টহল দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সন্দেহভাজন দৌলতপুর উপজেলার মরারচর এলাকার মোঃ মহসিন আলীর ছেলে মোঃ মনিরুল ইসলামকে ধাওয়া করলে সে তার সাথে থাকা ২টি বিদেশী পিস্তল এবং ৪টি ম্যাগাজিন ফেলে দ্রুত পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে সে মাদক ও অস্ত্র চোরাচালানের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত পিস্তল এবং ম্যাগাজিন দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন
