

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সংসদীয় আসনে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এসব মনোনয়ন বাতিল করেন।
জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে এদিন তিনটি আসনের মনোনয়ন যাচাই করা হয়। বাকি তিনটি আসনের মনোনয়ন যাচাই আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
মনোনয়ন বাতিল হওয়া আসনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে দুইজন এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে চারজন প্রার্থী রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- হাবিবুর রহমান ও নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- আরিফুর রহমান, নূরে আলম সিদ্দিকী, উমর ইউসুফ খান ও মো. কাজী জাহাঙ্গীর।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে মোট ভোটারের কমপক্ষে এক শতাংশ ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর জমা দেওয়ার বিধান রয়েছে। যাচাই-বাছাইয়ের সময় দাখিল করা তালিকায় ত্রুটি পাওয়া যায়। দৈবচয়নের মাধ্যমে যাচাই করা হলে অনেক ভোটার তাদের স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ কারণে সংশ্লিষ্ট ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এদিন কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে তিনটি আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। \
বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন। শনিবার বাকি তিনটি সংসদীয় আসনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন
