শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

একই সঙ্গে তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার ও আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব।

শুক্রবার বেলা ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও এ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এ ঘোষণা দেন।

যাচাই-বাছাইয়ে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তারের দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে দৈবচয়নে নির্বাচিত ১০ জনের মধ্যে আটজনই তাঁদের স্বাক্ষর অস্বীকার করেছেন। ফলে তাঁর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়।

স্বতন্ত্র প্রার্থী আহমদ কবিরের ক্ষেত্রে ১২ (ক-১) ধারা অনুযায়ী প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব দলীয় মনোনয়নপত্র ও হলফনামা দাখিল না করায় তাঁর মনোনয়ন বাতিল ঘোষিত হয়।

এছাড়া তিন প্রার্থীকে তথ্যগত ঘাটতি পূরণের জন্য বিকাল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

তারা হলেন- বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ ও মো. ওসমান আলী এবং গণ অধিকার পরিষদের রবিউল হাসান।

বিএসপির প্রার্থী শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ তথ্য ঘাটতি পূরণে ব্যর্থ হলে তাঁর মনোনয়ন বাতিল হবে। একই দলের অপর প্রার্থী মো. ওসমান আলী যাচাই-বাছাইয়ের সময় অনুপস্থিত ছিলেন।

তাঁকেও তথ্য সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদের রবিউল হাসানের সমর্থকের স্বাক্ষর না থাকায় স্বাক্ষর সংগ্রহের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

বৈধ ঘোষিত তিন প্রার্থী হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরওয়ার আলমগীর এবং স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ গোলাম নওশের আলী।

রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ৪ জানুয়ারির পর চার দিনের মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

উল্লেখ্য, এ আসনে নির্বাচনে অংশ নিতে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X