শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম
গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি
expand
গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী কলেজ গেট এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২ জানুয়ারি) ভোর ৫ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী কলেজ গেট এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট চলাকালীন সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নলীপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে আনোয়ার হোসেন (৩৮) ও কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকার মজিবর রহমানের আব্দুল মজিদ (৪০)।

এসময় তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১লক্ষ ৫৭ হাজার ৯৫০ টাকা, ৬ টি মোবাইল ও ২ টি ট্যাব উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দীন মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরে দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। তিনি আরো বলেন, তারা দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তিনি বলেন,মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X