শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে অতিথি পাখি হত্যা করায় যুবককে ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
মোঃ রানা (৩০)
expand
মোঃ রানা (৩০)

মাদারীপুরে অতিথি পাখি হত্যা করায় এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

পুলিশ ও স্থানীয় সূত্রে গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলায় দুটি অতিথি পাখি শামুকখোল নিধনের দায়ে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নেওয়াজ শিশির।

দণ্ডপ্রাপ্ত যুবক উত্তর হোসেনপুর গ্রামের মৃত তারা মিয়া শেখের ছেলে মোঃ রানা (৩০)। আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, তিনি অবৈধভাবে সংরক্ষিত অতিথি পাখি শামুকখোল হত্যা করেন। এ অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X