বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাবার জানাযায় এলো সন্তানের মৃত্যুর খবর

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
শিশু কন্যা তানহা
expand
শিশু কন্যা তানহা

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত তুহিন হোসেনের জানাযার নামাজে এলো মেয়ের মৃত্যুর খবর। দুর্ঘটনায় বাবার মৃত্যুর পর মারা গেলো শিশু কন্যা তানহা।

বাবার মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা ১১ টার দিকে মারা যায়। অন্য দিকে হাসপাতালে এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নিহত তুহিনের স্ত্রী তমা খাতুন।

পরিবারের বরাত দিয়ে গাংনী থানার তদন্ত অফিসার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১ টার দিকে নিহত তুহিনের নিজ গ্রামে তুহিন হোসেনের জানাযা চলছিলো। এসময় তার একমাত্র কন্য সন্তান তানহা মারা যাওয়ার সংবাদ আসে। এঘটনায় এলাকায় বইছে শোকের মাতম। নিহত তুহিন হোসেন স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পিতার মৃত্যুর পরে কন্যার মৃত্যু হলো।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিক নিহত তুহিন তার স্ত্রী ও সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে গাংনী আসছিলেন। শিশু তানহার প্রসাব বেদনা ওঠাই ভাটপাড়া বাঙ্গালপাড়া এলাকায় রাস্তার পাশেই শিশুটিকে প্রসাব করাচ্ছিলেন মা তমা খাতুন। বাবা তুহিন মা ও সন্তানকে নামিয়ে দিয়ে রাস্তার পাশেই মোটরসাইকেলের উপর বসে ছিলেন।

ইটবোঝায় ট্রলিটি দ্রুতগতিতে ভাটপাড়ার দিকে যাচ্ছিলেন। ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলর আরোহী, তার স্ত্রী ও শিশুটির উপর চালিয়ে দেই।

বেপরোয়া গতির স্যালোইঞ্জিন চালিত আলগামনের নিচে পড়ে তুহিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন স্ত্রী তমা খাতুন ও তার শিশু তানহা। পরে তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তৃব্যরত চিকিৎসক। সেখানে শিশু তানহার অবস্থার অবনতি হওয়ায় রাত ১২ টার দিকে তাদের দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে আজ বুধবার বেলা ১১ টার দিকে মারা যায় শিশুটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X