বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেল ভ্রমণে ভ্যাট অব্যাহতির সময় বাড়ল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পিএম
মেট্রোরেল। ছবি সংগৃহীত
expand
মেট্রোরেল। ছবি সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘোষণা করেছে, মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে। এর আগে ২৩ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল।

সরকারের লক্ষ্য, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত মেট্রোরেল সেবা আরও জনপ্রিয় করা। এই কারণে চলতি ২০২৫ সালের জন্য যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছিল, তা আরও ছয় মাস বর্ধিত করে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী জনস্বার্থে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। এর ফলে যাত্রীরা মেট্রোরেল ভ্রমণে আরোপিত ভ্যাট ছাড়া সুবিধা অব্যাহতভাবে উপভোগ করতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X