বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‎পিরোজপুরে সাবেক স্বামীর ছুরির আঘাতে প্রাক্তন স্ত্রীর মৃত্যু

‎পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পিএম
অমিত হাসান (২৫)
expand
অমিত হাসান (২৫)

‎পিরোজপুরে সুমনা আক্তার (১৮) এক তরুণীকে তার প্রাক্তন স্বামী অমিত হাসান (২৫) এর ছুরির আঘাতে মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমনা আক্তারের মৃত্যু হয়। ‎ ‎পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ‎ ‎নিহত সুমনা আক্তার পিরোজপুর সদর উপজেলার ঝাটকাঠি এলাকায় ফারুক শিকদারের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী অমিত হাসান একই উপজেলার মধ্য রাস্তা এলাকার বাসিন্দা। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে সাবেক স্বামী অমিত হাসান তার স্ত্রী সুমনা আক্তারকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।

পরে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে ওই রাত ১০টার দিকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সুমনা আক্তার মারা যান। বর্তমানে তার মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ‎ ‎পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই তরুনীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হলেও সেখানে নেওয়ার আগেই হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ‎ ‎এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তরিকুল ইসলাম বলেন, নিহতের পিতা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তার রয়েছে। মরদেহ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X