

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোণায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নূর মোহাম্মদ (২৯) হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্বজনেরা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে নূর মোহাম্মদের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নিহতের বাবা ও মামলার বাদী মোফাজ্জল হোসেন, মা মনোয়ারা আক্তার, স্ত্রী তানজিন আক্তার, চাচা রফিক মিয়াসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্বজনেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার একটি সন্ত্রাসী চক্র তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলো। সেই চাঁদা না দেওয়ায় গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মাতু মিয়া, মঈজ উদ্দিন, আসিফ, শানুসহ সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।
তারা জানান, হামলাকারীরা কাতরা, বল্লাম, রামদা, লোহার রড ও লাঠিসহ বিভিন্ন অস্ত্র দিয়ে নূর মোহাম্মদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার পেট ফেটে গুরুতর জখম হয় এবং নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলায় বাধা দিতে গেলে মোফাজ্জল হোসেনসহ আরও দুজন আহত হন। আহতদের একজন এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন।
মোফাজ্জল হোসেন জানান, বৈদ্যুতিক আলোয় হামলাকারীদের সবাইকে তারা চিনতে পেরেছেন। হামলার পর সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যায়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং তা এফআইআর হিসেবে গ্রহণের আবেদন করেছেন।
সংবাদ সম্মেলনে তাঁরা নূর মোহাম্মদ কে হত্যায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার ও তার পরিবারের নিরাপত্তা দাবি করেন।
মন্তব্য করুন