

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)–এর সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তানিয়া রব স্থানীয় বিএনপিকে কঠোর সমালোচনা করে বলেছেন,
‘আজেবাজে কথা বলে জনগণের সামনে নিজেদের ছোট করছেন। নতুন কেউ কাজ করতে চাইলে তাকে বিভ্রান্ত করা, এই অভদ্রতা বন্ধ করুন। আপনাদের মতো আচরণ আমরা করি না।
আমাদের নেতা-কর্মীরা শান্ত, ভদ্র ও শিক্ষিত। আমরা ধৈর্য ধরছি। জনগণকে বলতে চাই, কারো অসুস্থ ও বিকৃত রুচির সঙ্গে যেন আমরা যুক্ত না হই।’
সোমবার (২৪ নভেম্বর) ‘গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের’ দাবিতে আয়োজিত গ্র্যান্ড র্যালি ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তানিয়া রব আরও বলেন, ‘অভ্যুত্থানের পরে আকস্মিক এই নির্বাচন পেয়েছি। এটি আমরা মানুষের জন্য কাজ করার সুযোগ হিসেবে নিতে চাই। আ স ম আবদুর রব মন্ত্রী থাকাকালে কমলনগর–রামগতি এলাকায় দেড় হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়েছিলেন—এক টাকাও ব্যয় হয়নি।’
তিনি যুগপৎ আন্দোলনের সময় বিএনপির সঙ্গে পূর্বের রাজনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের পক্ষ থেকে জেএসডি ও তাদের নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম নিক্সন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ আলী মিঠু, জেএসডি কমলনগর উপজেলার সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব এবং এম এ রিয়াজ হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা। সভার সভাপতিত্ব করেন কমলনগর যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল।
সভায় বক্তারা রামগতি–কমলনগরের উন্নয়ন, মেঘনা নদীর ভাঙন, ভুলুয়া নদী দখলসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা করেন। এসময় বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী স্লোগান দিতে দিতে র্যালিতে যোগ দেন এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন