

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের প্রচার-পর্বে আচরণবিধি মানা হচ্ছে না, এমন অভিযোগ উঠেছে শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের বিরুদ্ধে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে উভয় সংগঠন আলাদা উদ্যোগে বাস সরবরাহ করে।
এতে নির্বাচনী বিধিনিষেধ ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভূমিকম্প-পরবর্তী আতঙ্কে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পাঠাতে প্রশাসন ৭টি বিভাগমুখী মোট ১৬টি বাসের ব্যবস্থা করে। তবে যাত্রীসংখ্যার তুলনায় বাস কম হওয়ায় বহু শিক্ষার্থী সিট পায়নি।
দীর্ঘ অপেক্ষার পরও বাসে উঠতে না পেরে অনেকে ফিরে যায়। এই পরিস্থিতিতে প্রথমে ছাত্রশিবির ৮টি বাস বরাদ্দের ঘোষণা দেয়; কিছুক্ষণ পর ছাত্রদলও ৬টি বাসের ব্যবস্থা করে।
মন্তব্য করুন
