মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি–জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা এনসিপির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৯ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দু’দিনব্যাপী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ঘোষণা করেছেন, দেশে শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করবে।

পাটওয়ারী বলেন, নতুন এই জোট বিএনপি–জামায়াতের বাইরে গঠিত এবং পুরো ৩০০ আসনের জন্য প্রার্থী দিতে প্রস্তুত।

তিনি আরও জানান, এই অ্যালায়েন্স হবে সংস্কারপন্থী, নারীদের অধিকার রক্ষাকারী, ধর্মীয় উগ্রতা ও সন্ত্রাস-চাঁদাবাজি বিরোধী।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, জাতীয় পার্টি কেন্দ্রিক কিছু কার্যক্রমের মাধ্যমে নির্বাচন প্রভাবিত ও দেশের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা হচ্ছে।

তিনি বলেন, “ভারত ও ক্ষমতাসীন দলের অর্থনৈতিক শক্তি জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। প্রশাসনকে উচিত রাজনৈতিক দলগুলোকে নতুন বাস্তবতায় সহযোগিতামূলক ভূমিকা নিতে উৎসাহ দেওয়া।”

এনসিপি নেতারা মনে করেন, নতুন জোটটি আগামী জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় শক্তি হিসেবে কাজ করবে এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন