

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীতে বাবা মারা যাওয়ার পর স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন যুবদল নেতা মো. তাজুল ইসলাম।
পুলিশ পাহারায় তিনি সোমবার (২৪ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় নিজের বাড়িতে জানাজায় উপস্থিত হন।
তাজুল ইসলাম স্থানীয় যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে অস্ত্র আইনের মামলায় কারাগারে রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে তার বাবা মোমিন পাটোয়ারী মারা যান। বাবার জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে তারা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।
প্রয়োজনীয় অনুমতি মিললে পুলিশ তাকে বাড়িতে নিয়ে আসে।
সদর থানার ওসি মাহামুদুর রহমান বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসকের অনুমোদন পাওয়া যায়।
পরে নির্ধারিত পুলিশি নিরাপত্তায় তাজুলকে জানাজায় নিয়ে যাওয়া হয় এবং দাফন শেষে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, ৯ নভেম্বর গোয়ালন্দ মোড় ও দত্তপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে তাজুল ইসলাম ও আকাশ মোল্লাকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশি পিস্তল, ওয়ান শুটারগানের গুলি এবং একটি মোবাইল উদ্ধার করা হয়।
এসব ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় তাজুল বর্তমানে জেলহাজতে রয়েছেন।
মন্তব্য করুন
