

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জের সহযোগিতায় ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসাপাতালে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শুনানিতে হাসপাতালের সেবার মান উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন সেবাগ্রহিতারা। সভার প্রধান অতিথি ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর শুনানিতে অংশগ্রহনকারি সেবাগ্রহিতাদের প্রশ্নের উত্তর প্রদান করেন এবং হাসপাতালের বিভিন্ন সেবার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
শুভেচ্ছা বক্তব্যে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মো. এহসানুল ইসলাম সেবাগ্রহিতাদের সাথে গণশুনানি আয়োজনে সহযোগিতার জন্য সনাক মুন্সীগঞ্জকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সেবা বিষয়ে তথ্য উপস্থাপন করেন।
সনাক সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সমাপনী বক্তব্যে তিনি সেবাপ্রদানকারি ও গ্রহনকারি উভয়ের কাছে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সুশাসন প্রতিষ্ঠাই গণশুনানির লক্ষ্য উল্লেখ করেন সনাক সদস্য ফরিদা ইয়াসমিন। সনাকের স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য মুহাম্মদ নুরুন্নবী মুন্না ও শাহনাজ বেগম সেবাগ্রহিতাদের পরামর্শ নিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালকে সেবাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করার আহ্বান জানান।
গণশুনানিতে সেবাগ্রহিতাদের পাশাপাশি শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য এলাকাবাসী ও সংবাদমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রশ্ন করেন এবং সমস্যা তুলে ধরেন।
শুনানিতে ঔষধ স্বল্পতা, দালালের উপস্থিতি, অপরিচ্ছন্নতাসহ বিভিন্ন সমস্যার কার্যকর পদক্ষেপ গ্রহন বিষয়ে উপস্থিত নাগরিকগণ প্রশ্ন করেন এবং সমস্যা সমাধানে কর্তৃপক্ষের উদ্যোগ সম্পর্কে জানা এবং সমাধান প্রত্যাশা করেন।
হাসপাতাল তত্ত্বাবধায়ক সকল অংশগ্রহনকারির বক্তব্য এবং সমস্যা সম্পর্কে অবগত হওয়ার পর সমাধানের জন্য দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন এবং স্থানীয় ভাবে যে সমস্যাগুলো সমাধানের সুযোগ রয়েছে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহনের প্রতিশ্রুতি প্রদান করেন।
তিনি হাসপাতালটি জনগণের সম্পদ উল্লেখ করে সেটি পরিচ্ছন্ন রাখার জন্য জনগণের সহযোগিতা কামনা করেন। টিআইবি-সনাকের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাহবুব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানিতে সেবাগ্রহিতা, সেবাদাতা, ইয়েস, এসিজি ও সনাক সদস্যদের পাশাপাশি অর্ধশতাধিক মানুষ অংশগ্রহন করেন।
মন্তব্য করুন