

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের ভোলাগঞ্জ এলাকা থেকে লুট হওয়া সাদাপাথর আগামী সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টার মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক সারোয়ার আলম।
তিনি জানিয়েছেন, যাদের কাছে এখনো এসব পাথর রয়েছে, তাদের নিজ খরচে ও নিজ উদ্যোগে ভোলাগঞ্জে পাথর পৌঁছে দিতে হবে। নির্ধারিত সময়ের পর কারও কাছে সাদাপাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ডিসি সারোয়ার আলম জানান, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। তারা তাদের এলাকায় খোঁজ নিয়ে অবশিষ্ট পাথর উদ্ধার ও ফেরত নিশ্চিত করবেন।
এ জন্য ইতোমধ্যে মাইকিং করে সাধারণ মানুষকে জানানো হয়েছে। ডিসি আরও বলেন, নির্ধারিত সময়ের পর অভিযান চালিয়ে কারও কাছে সাদাপাথর পাওয়া গেলে শুধু সংশ্লিষ্টদের নয়, ওই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এই উদ্যোগের পাশাপাশি পাথর লুটের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কাজও চলছে।
মন্তব্য করুন
