সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র অন্ধকারে পড়ে গেছে: ওবামা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
সাবেকমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
সাবেকমার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর সমালোচনা করে বলেছেন, তাঁর শাসনামলে যুক্তরাষ্ট্র “অন্ধকারে” পড়ে গেছে।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন এখন “আইন-শৃঙ্খলার অনুপস্থিতি ও বিবেচনাহীনতার প্রতীক।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন ওবামা। নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেন, যেখানে বিপুল সংখ্যক উৎসাহী সমর্থক উপস্থিত ছিলেন।

ওবামা বলেন, সত্যি বলতে গেলে, আমাদের দেশ আজ এক গভীর অন্ধকার পরিস্থিতিতে রয়েছে। এই হোয়াইট হাউস প্রতিদিন এমন সব আচরণ করছে, যা আইন-শৃঙ্খলার অভাব, যুক্তিহীনতা, সংকীর্ণ চিন্তা ও নিছক উন্মত্ততার প্রতিফলন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি, অর্থনৈতিক পদক্ষেপ এবং দেশের শহরগুলোতে জাতীয় গার্ড মোতায়েনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।

তিনি আরো বলেন, এসব নীতি বিশৃঙ্খল ও ভুলপথে পরিচালিত।

ওবামা রিপাবলিকান নেতৃত্বকেও দায়ী করে বলেন, কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা ট্রাম্পকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছেন। তারা জানতেন, তিনি সীমা অতিক্রম করছেন, তবুও চুপ থেকেছেন।

হোয়াইট হাউসকে বিদ্রুপ করে তিনি বলেন, এখনকার হোয়াইট হাউস যেন প্রতিদিনই হ্যালোইনের মতো—কিন্তু এখানে আনন্দ নেই, কেবল ছলনা আর বিভ্রম।

ট্রাম্পকে উদ্দেশ করে ওবামা বলেন, তিনি যেন অগ্রাধিকার ঠিক রাখতে পারছেন না। গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে মনোযোগ দিচ্ছেন এমন তুচ্ছ ব্যাপারে—যেমন রোজ গার্ডেনের মাটি যাতে জুতো ময়লা না করে কিংবা ৩০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণ।

বক্তৃতার শেষে তিনি মার্কিন ভোটারদের উদ্দেশে বলেন, সত্য, সহানুভূতি ও গণতন্ত্রের পক্ষে দাঁড়ান। গণতন্ত্র একদিনে ধ্বংস হয় না—এটি ক্ষয়ে যায় ধীরে ধীরে, যখন নাগরিকরা উদাসীন হয়ে পড়ে। তাই আমাদের দায়িত্ব সঠিক কিছুর পাশে থাকা এবং সেটিকে রক্ষা করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন