

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রিটেনের দক্ষিণ উপকূলীয় শহর পিসহেভেনের একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ইসলামবিদ্বেষমূলক হামলা বলে সন্দেহ করছে স্থানীয় পুলিশ।
সাসেক্স পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে মুখ ঢাকা দুই ব্যক্তি মসজিদের মূল ফটক ভেঙে ভিতরে ঢোকে। এরপর তারা প্রবেশদ্বারের সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ওই সময় মসজিদের চেয়ারম্যানসহ দুইজন ভেতরে ছিলেন, যারা চা পান করছিলেন। বিকট শব্দে চমকে উঠে তারা দ্রুত বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে পুলিশে খবর দেন।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও মসজিদের প্রধান দরজা ও পার্কিং এলাকা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়।
পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তির ছবি প্রকাশ করেছে। একজনের পরনে ছিল সাদা লোগোযুক্ত কালো জ্যাকেট, আর অন্যজনের হাতে দেখা গেছে উজ্জ্বল লাল গ্লাভস। তাদের পরিচয় জানতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।
তদন্ত কর্মকর্তা গ্যাভিন প্যাচ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি ধর্মীয় বিদ্বেষ থেকে করা আগুনের ঘটনা। আমরা অপরাধীদের শনাক্তে সিসিটিভি ও সাক্ষ্যপ্রমাণ যাচাই করছি।
উল্লেখ্য, এর দুই দিন আগেই ব্রিটেনের ম্যানচেস্টারে একটি সিনাগগে হামলায় ছুরি আঘাতে দুইজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। ধারাবাহিকভাবে ধর্মীয় উপাসনালয়ে এমন হামলা নিয়ে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যে ইসলামবিদ্বেষী ঘটনাবলি বেড়েছে উদ্বেগজনক হারে।
গবেষণা প্রতিষ্ঠান ‘টেল মামা’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২4 সালে ব্রিটেনজুড়ে ৬,০০০-এরও বেশি মুসলিমবিরোধী হামলা ও হয়রানির ঘটনা রেকর্ড করা হয়েছে, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।
সূত্র: নিউইয়র্ক টাইমস।
মন্তব্য করুন
