শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
expand
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাজ্য। আজ রোববার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার বিকেলে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।

এর আগে গত জুলাইয়ে স্টারমার প্রশাসন জানিয়েছিল, সেপ্টেম্বরের মধ্যেই এই সিদ্ধান্ত প্রকাশ করা হবে।

লন্ডনের অবস্থান হলো—ইসরাইল যদি গাজায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি না মানে এবং দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় রাজি না হয়, তবে ব্রিটিশ সরকার নিজস্ব নীতি পরিবর্তন করবে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

তবে যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইসরাইলি কর্তৃপক্ষ। এ বিষয়ে আপত্তি তুলেছেন গাজায় জিম্মি থাকা ইসরাইলিদের পরিবার এবং দেশটির বেশ কিছু রক্ষণশীল নেতা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পর্যন্ত মন্তব্য করেছেন, এই পদক্ষেপ নিলে তা ‘সন্ত্রাসকে পুরস্কৃত করার’ শামিল হবে।

শুধু যুক্তরাজ্য নয়, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আরও কয়েকটি পশ্চিমা দেশ—ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন